বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিদায়ী সচিবকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিদায়ী সচিবকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিদায়ী সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকারকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেস কাউন্সিলে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম ও জনসংযোগ কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম রাজিব এবং প্রেস কাউন্সিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিবকে সম্প্রতি সরকারি আদেশ বলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। বিদায়ী সচিবকে (যুগ্ম-সচিব) ফুলেল শুভেচ্ছা জানানোর পর তার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, প্রেস কাউন্সিলকে অধিক গতিশীল করতে বিদায়ী সচিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রেস কাউন্সিলের কার্যক্রমে সর্বদা সহযোগিতা করায় বিদায়ী সচিব শ্যামল চন্দ্র কর্মকার বঙ্গবন্ধু গবেষণা পরিষদকে ধন্যবাদ জানান।
- Published in আজকের সংবাদ
দেশের উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: গনি মিয়া বাবুল

দেশের উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: গনি মিয়া বাবুল
রাজিবুল ইসলাম (রাজিব): বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের মানবিক মর্যাদা, সাম্য ও সুশাসন প্রতিষ্ঠা করতে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি সাংবাদিকদেরকে ইতিবাচক সংবাদ আরো অধিক পরিবেশন করার আহ্বান জানান। অনলাইন মিডিয়া বঙ্গটিভিডটকম এর উদ্যোগে ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ ট্রপিকানা ভবনের মিলনায়তনে (৯ম তলা) আয়োজিত ‘উন্নত রাষ্ট্র বিনির্মানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে গণমাধ্যমকে আরো শক্তিশালী করতে হবে। বঙ্গটিভিডটকম এর চেয়ারম্যান কবি মায়ারাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা ও নদী গবেষক ইঞ্জিনিয়ার মনিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন মিডিয়া ফোরামের উদ্যোক্তা শরীফ মোহাম্মদ মাসুম।
- Published in আজকের সংবাদ
সমাজসেবায় সম্মাননা পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘সোস্যাল ওয়েলফেয়ার এ্যাওয়ার্ড-২০১৮’ এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ এর উদ্যোগে ৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। সংগঠনের উপদেষ্টা ও দৈনিক আমার সময় এর নির্বাহী সম্পাদক লায়ন মুহাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্কট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মস্জিদ, মাদ্রাসা, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে আসছেন। তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ সম্মাননাসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রভৃতি সংগঠনে নিরলসভাবে সমাজ উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি উক্ত পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
- Published in আজকের সংবাদ



