বাংলাদেশের গণমাধ্যম কর্মী, সমাজ উন্নয়ন, শিক্ষাজগতসহ দেশের সাধারণ মানুষের কাছে লায়ন মোঃ গনি মিয়া বাবুল একটি পরিচিত নাম। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে আলাদা আলাদা অবদান ও স্বীকৃতি।
পেশায় একজন শিক্ষক হলেও একজন সফল সংগঠক, লেখক, কলামিস্ট হিসেবে সকলের কাছে তিনি সমাদৃত। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণীত হয়ে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন।
ছাত্র রাজনীতি করার সময় ছাত্রদের রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক না হয়ে ছাত্রদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ সংগঠনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
শিক্ষা জীবনে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। লায়ন মোঃ গনি মিয়া বাবুল বি.এ, বি.এ.জি.এড, ডিপ-ইন-এগ্রি ডিগ্রি অর্জন করেছেন। কৃষি বিষয় গবেষণা, লেখাপড়া ছাড়াও ধর্মের উপর তিনি যথেষ্ট গবেষণা করেছেন।
সমাজের বিভিন্ন সমস্যা, সমসাময়িক লেখা, জনসচেতনতামূলক কলাম ও ফিচার লিখে তিনি যেমন পাঠক সমাজের কাছে সুনাম কুড়িয়েছেন, তেমনী ধর্মীয় বিষয়ে তার লেখা, বক্তৃতা ও গবেষণা অনেক সমৃদ্ধশালী। ব্যক্তি জীবনে লায়ন গনি মিয়া বাবুল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন।
ছাত্রজীবন থেকেই লেখালেখির প্রতি তার ঝোঁক ছিল। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কাজ করেছেন। যে সকল পত্রিকায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার মধ্যে দৈনিক খবর, দৈনিক গণমুখ, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ উল্লেখযোগ্য।
বর্তমানে লায়ন মোঃ গনি মিয়া বাবুল একাধারে দেশের প্রথম শ্রেণীর দৈনিক, সাপ্তাহিক পত্রিকা থেকে শুরু করে সকল স্তরের গণমাধ্যমে সমানভাবে কাজ করে যাচ্ছেন।
মাটি আর মানুষের ভালবাসায় এক নিরব সমাজসেবক হিসেবে কাজ করছেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল। সমাজের অবহেলিত দরিদ্র মানুষের পাশে তিনি দাঁড়ান স্ব-হাস্যে। কন্যা দায়গ্রস্ত পিতাকে দায়মুক্ত করেন নিজের মত করে। দরিদ্র ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী প্রদানসহ বিভিন্ন রকম সহায়তার হাত বাড়িয়ে দেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
শিক্ষা বিস্তারের জন্য তিনি ইতিমধ্যে তার এলাকায় গড়ে তুলেছেন স্কুল, মসজিদ, মাদ্রাসা, ইসলামী পাঠাগারসহ মানসম্পন্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। লিখেছেন শিক্ষামূলক অনেক বই পুস্তক। লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্ম ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতার নাম মোঃ ইসমাইল হোসেন, মাতা আয়শা খাতুন। তারা ৩ ভাই ও ৩ বোন। তিনি ১ কন্যা ও ২ ছেলের জনক। পারিবারিক জীবনেও তিনি সফল। তার মেয়ে ঢাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এম.পি.এইচ কোর্সে অধ্যয়নরত।
তার বড় ছেলে ঢাকার ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজে এম.বি.বি.এস ৪র্থ বর্ষে অধ্যয়নরত ও ছোট ছেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত।
দীর্ঘদিন যাবৎ লায়ন মোঃ গনি মিয়া বাবুল লায়নিজমের সাথে জড়িত। লায়ননিজমে ইতোমধ্যে তিনি এমজেএফ পদকও লাভ করেছেন। এই ক্লাবের মাধ্যমে তার নিজ এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
বহু প্রতিভার অধিকারী লায়ন গনি মিয়া বাবুল দেশের একজন স্বনামধন্য কবি। তার কবিতা দেশ ও বিদেশের পাঠক সমাজে ইতোমধ্যে পাঠক প্রিয়তা পেয়েছে। তার সমাজ সচেনতামূলক লেখাও দেশের গন্ডি পেড়িয়ে অনলাইনের সহযোগীতায় বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের হৃদয় কেড়েছে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল অসংখ্যা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তার মধ্যে সভাপতি হিসাবে যেসব সংগঠনের দায়িত্ব পালন করছেন তার মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, শ্রীপুরের ইসমাইল হোসেন ফাউন্ডেশন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি), গাজীপুর জেলার শ্রীপুরের টেপিবাড়ী পশ্চিমপাড়া মরহুম কাছম আলী বাড়ী জামে মসজিদ, টেপিরবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ ভিত্তিক পাঠাগার অন্যতম।
বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই” এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করছেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল। এ ছাড়াও তিনি নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার উপদেষ্টা। বর্তমানে তিনি বেশ কয়েকটি সংবাদপত্র ও সংবাদ সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সংবাদ সংস্থা ও অনলাইন দৈনিক, ফেয়ার নিউজ সার্ভিস লিঃ এফএনএস’র নির্বাহী সম্পাদক, যুগ্ম সম্পাদক নিরাপদ নিউজ ডটকম, প্রধান উপদেষ্টা সাহিত্য অনলাইন অন্যধারাডটকম, প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক নবজাগরণ, সাপ্তাহিক ক্রাইম ডায়েরী ও পাক্ষিক ইতি কথা।
সংবাদপত্র ও সংবাদ সংস্থার পাশাপাশি বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা, প্রধান উপদেষ্টা গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, উপদেষ্টা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), তিনি একজন কবি হিসেবে যেমন পরিচিতি লাভ করছেন, তেমনি কবিদের সংগঠিত করে বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেও দায়িত্ব পালন করছেন। এর মধ্যে কবি সংসদ বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও সভাপতি।
বর্তমানে তিনি কবি সংসদ বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার উপদেষ্টা, কবি গোবিন্দ একাডেমী’র নির্বাহী সদস্য উল্লেখযোগ্য। লায়নিজমকে আরও গতিশীল করার জন্যও তিনি গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করছেন। তার মধ্যে রিজিয়ন চেয়ারম্যান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল- ৩১৫ বি-২, বাংলাদেশ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা পল্টন এর দায়িত্ব পালন করছেন।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল রচিত বা সম্পাদিত বই সমূহঃ ছোটদের শিক্ষামূলক ছড়া ও গল্প, নিমন্ত্রণ, শুভ্রতা চলে গেছে নীড়ে, একটি কবিতা, ভালোবাসতে বাসতে, সিডর-ধ্বস্ত বকুলতলা, নীল জলে প্রেম, একটি বক্তৃতার পংতিমালা, নবম শ্রেণীর কৃষি শিক্ষা সহায়ক বই, কিছু কথা, কৃষি ডিপ্লোমা ভর্তি সহায়ক বই। ==