দেশবাসীকে বাংলা নববর্ষে গনি মিয়া বাবুল-এর শুভেচ্ছা

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দেশবাসীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১৩ এপ্রিল এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ যা বাঙালির নিজেস্ব সংস্কৃতি, বাঙালির নতুন বছরের প্রথম দিন।

পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের এক মিলনের স্মারক। বাংলা নববর্ষ বাঙালির জীবনের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। মূলত বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে বাঙালি জাতি তার নিজেস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।

তিনি আরো বলেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষা ও বাংলা সন-তারিখ ব্যবহারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বাংলা নববর্ষ পালনের মাধ্যমে মানুষে মানুষে সৌহার্দ্যতা বাড়ে। তিনি নতুন প্রজন্মকে বাঙালির নিজেস্ব সংস্কৃতিতে গড়ে তোলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)