বিজয়
লায়ন মোঃ গনি মিয়া বাবু
মহান মুক্তিযুদ্ধের ত্যাগে সংগ্রামে
একাত্তরের ডিসেম্বরে বিজয় এসেছে,
আনন্দ খুশী উৎসব চারিদিকে
কবি সাহিত্যিক বিজয়ের কথা লিখে।
উনিশে মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা
ঐতিহাসিক গাজীপুরে তার ঠিকানা,
উনিশে মার্চের পর, সারাদেশ থরথর
গাজীপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।
নয় মাসের মহান মুক্তিযুদ্ধে
অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে
বিজয় এসেছে আনন্দ বেদনার সংমিশ্রণে
বিজয়ের সার্থকতা নিহিত পরের কল্যাণে।
বিজয়ের চেতনায় আছে অগ্রযাত্রা
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা,
বিজয়ী জাতি পরস্পর বিবাদ নয়
ত্যাগ বিনয় বিজয়ের পরিচয়।
লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮E-mail:lionganibabul@gmail.com




